ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ

ঠাকুরগাঁওয়ে আজ মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
প্রায় ৩০ হাজার লোকের উপস্থিতিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আজ মঙ্গলবার সকালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ খলিল উল্লাহ।
সদরে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার পাঁচ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।