বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে ফয়সাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কাশিডাঙ্গা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে সে মারা যায়।
নিহত ফয়সাল ওই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।
বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, সকালে শিশুটি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।