ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আজ সকালে সেতাব আলী (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ধারালো অস্ত্রের কোপে সেতাব আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী রেখা বেগম।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
দুজনকে হতাহত করার পর সন্দেহভাজন ঘাতক জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
কোপে আহত রেখা বেগমকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী ইদ্রিস আলীর ছেলে জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে কুপিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে জসিমকে পুলিশে সোপর্দ করা হয়।
এসআই আরো বলেন, পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।