শ্মশানঘাটে ঝুলন্ত লাশ, স্ত্রী-মেয়ে আটক

ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া শ্মশানঘাট এলাকা থেকে গোকুল দাস (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গোকুলের স্ত্রী ও মেয়েকে আটক করে পুলিশ।
আটক দুজন হলেন গোকুলের স্ত্রী গীতা রানী (৪৫) ও মেয়ে পিপাসা (৩০)।
আজ সোমবার সকালে ওই শ্মশানঘাট থেকে পুলিশ গোকুলের লাশ উদ্ধার করে। গোকুলের বাড়ি ঠাকুরগাঁও কলেজপাড়া এলাকায়। ১০ বছর ধরে শ্মশানঘাটে লাশ পোড়ানোর কাজে নিয়জিত ছিলেন গোকুল দাস।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল কারিগর গোকুল কাজ শেষে গতকাল রাতে বাড়ি ফেরেন। পরে স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক বিষয়ে ঝগড়া বাধে। এ সময় স্ত্রী ও মেয়ে গোকুলকে মারধর করে রক্তাক্ত করে। একপর্যায়ে গোকুল বাড়ি থেকে বেরিয়ে যান।
আজ সকালে শহরের টিকাপাড়া শ্মশানঘাটে একটি ঝুলন্ত লাশ স্থানীয় লোকজন দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য গোকুলের স্ত্রী ও মেয়েকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে গোকুল আত্মহত্যা করতে পারেন। যেহেতু স্ত্রী ও মেয়ে মারধর করেছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যা না আত্মহত্যা, সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।