বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না : এরশাদ

আজ সোমবার রংপুর সফরে এসে দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি : এনটিভি
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি মনে হয় এখন আর সেভাবে দাঁড়াতে পারবে না। নেতাকর্মী সবাই জেলে, হাজার হাজার মামলা।
তিনদিনের সফরে আজ সোমবার রংপুর এসে দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন সাবেক এই সামরিক শাসক। এখন দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, ‘বিএনপি যে আমার ওপর অত্যাচার করেছে তার ফলাফল এখন তারা ভোগ করছে। আল্লাহর বিচার আছে না? আল্লাহর বিচার শুরু হয়েছে। অত্যাচার আমার ওপর করেছে, আমার দলের ওপর করেছে। এমন নির্যাতন কোনো রাজনৈতিক দলের ওপর হয় না। তার ফলাফল ভোগ করবে এখন।’
এ সময় জাপা চেয়ারম্যান জানান, ১ অক্টোবর থেকে তাঁর দল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।