২০২১ নাগাদ দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৫০ ভাগ ছাড়াবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫০ ভাগ ছাড়িয়ে যাবে।
আজ রোববার সকালে কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেবিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসএসব কথা বলেন।
সুনীল কান্তি বোসবলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। তখন সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে টেলিযোগাযোগ খাত।
বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস আরো বলেন, বর্তমানে দেশে চার কোটি ৩০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে নেই বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।