অভিজিৎ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি

বিজ্ঞানলেখক ও ব্লগার অভিজিৎ রায়। ফাইল ফটো
বিজ্ঞানলেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল।
কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু নতুন করে দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা আছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায় ও স্ত্রী রাফিদা আহমেদকে নির্মমভাবে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই হামলায় অভিজিৎ ঘটনাস্থলেই মারা যান, বেঁচে যান তাঁর স্ত্রী রাফিদা।
এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।