খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ছবি : এনটিভি
অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টায় হাসপাতালে প্রবেশ করেন জামায়াত নেতারা। ১টা ৫ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আরও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।