রাজধানীতে ৪০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে আনুমানিক আট লাখ টাকার ৪০ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শুক্রবার (৭ মার্চ ) সকালে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগ জানায়, শুক্রবার সকালে তাদের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযানটি চালায় তারা। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহৃত ট্রকটিও জব্দ করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার করা গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।