যে তিন কারণে বিসিবিতে অভিযান চালাচ্ছে দুদক

নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের তিন সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করে।
দুদকের সহকারী পরিচালক আল আমিন অভিযান চলাকালে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থার্ড ডিভিশনের দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। অভিযোগে বলা হয়, থার্ড ডিভিশনের আগের আসনগুলোতে তিনটি বা চারটি দল থেকে বাছাই করা হতো। কিন্তু এবারের আসরে সাতটি দল থেকে বাছাইয়ে অংশ নিচ্ছে। এর কারণ হিসেবে বিসিবি বলেছে, আগে ফি ছিল পাঁচ লাখ টাকা, এ বছর ১ লাখ টাকা করা হয়েছে।

দুদকের সরকারি পরিচালক আরও বলেন, বিপিএলের টিকেট বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে। বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত মোট আট আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার টিকিট। অথচ ১১তম আসরে বিক্রি হয়েছে ১৩ কোটি টাকা। তাহলে বাকি আসরগুলোতে কম কেনো তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রথম দুই আসরের নথিপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আল আমিন বলেন, মুজিব শতবর্ষের বিপিএলেও দুর্নীতির অভিযোগ রয়েছে। ওই আসরের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা।