নালিতাবাড়ীতে খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা

শেরপুরের নালিতাবাড়ীতে শুক্রবার খাস জমি উদ্ধার করে তা সর্বসাধারণের জন্য খেলার মাঠ ঘোষণা করা হয়। ছবি: এনটিভি
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি খাস জমি উদ্ধার করে খেলার মাঠ ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার বালুঘাটা মৌজায় দুই একর ৬৮ শতাংশ খাস জমি উদ্ধার করে তা সর্বসাধারণের জন্য খেলার মাঠ ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ববি, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ , সহকারী কমিশনার আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সোলাইমান, রানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা এ সময় দুইভাগে বিভক্ত হয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আয়োজন করেন।