গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা লেমুরটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে মো. দেলোয়ার হোসেন তওসীফকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ লেমুরটি উদ্ধার করা হয়।
শনিবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে গাজীপুর সাফারি পার্কের ‘লামচিতা ঘর-০১’ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারি পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়। সে মামলায় স্থানীয় জহিরুল ইসলাম ও নিপেল মাহমুদকে জেল হাজতে প্রেরণ করা হয়। নিপেল মাহমুদ পার্কের আউটসোর্সিংয়ের কর্মচারী এবং পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিএফের ভাগনে।

পরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা অভিযান পরিচালনা করেন। বাকী দুটি লেমুর উদ্ধারেও পুলিশের কার্যক্রম অব্যাহত আছে বলে জানানো হয়।