খানাখন্দে ভরা রাস্তা নিয়ে ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ
খানাখন্দে ভরা রাস্তা নিয়ে ভোগান্তিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। পাঁচবিবি উপজেলায় বাগুয়ান থেকে কড়িয়া যাওয়ার ২ কিলোমিটার রাস্তার উঠে গেছে কার্পেটিং, ভেঙে গেছে রাস্তা, ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল।
এলাকাবাসী বলেন, অবৈধ বালু-মাটি ব্যবসায়ীদের ট্রাক নিয়ে যাওয়ায় দ্রুত রাস্তাটি নষ্ট হয়ে গেছে। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের নেই কোন ব্যবস্থা। এই রাস্তা দিয়ে কড়িয়া বাজারের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তবে রাস্তাটি খারাপ হওয়ায় এই দিক দিয়ে চলতে চায় না কোন যানবাহন। আশেপাশের অনেক শিক্ষার্থী আছে যারা বিদ্যালয়ে যাওয়ার সময় ভোগান্তিতে পরে। এতে করে বিদ্যালয়ে সঠিক সময় পৌঁছাতে পারে না।
সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এলাকার কৃষকেরা জানান, আমাদের এই রাস্তাটা ভাঙা হওয়ায় আমাদের জমির ফসল নিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তাটি ভালো করলে আমরা খুব সহজে জমির ফসল তুলতে পারব। জমিতে সহজে সার বীজ নিয়ে যেতে পারব।

২ নং ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আনায়ারুল হোসেন চৌধুরী বলেন, রাস্তাটি অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। আমরা উপজেলা এলজিআরডিতে রিপেয়ারিংয়ের জন্য আবেদন করেছি। এবছর বরাদ্দ না আসায় অচল হয়েছে। সরকার যদি বরাদ্দ দেয় তাহলে জনগণের দুর্ভোগ নিরসন হবে।
পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, বাগুয়ান থেকে কড়িয়া রাস্তাটি আমার নজরে আছে এবং আমি নিজেও বর্তমান অবস্থা দেখেছি। রাস্তাটি মেরামতের জন্য বৃহত্তর পাবনা বগুড়া উন্নয়ন প্রকল্প ডিবিপি ভুক্ত আছে। আমরা খুব দ্রুত এই রাস্তাটির স্টেটমেন্ট সদর দপ্তরে পাঠাবো।