সকালে ঢাকাসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ ১৪ জেলায় সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগের বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় কিছু নির্দেশাবলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নির্দেশনাগুলো হলো–
- বর্জধ্বনি শুনবেন যখনই, ঘরের ভেতরে যাবেন তখনই।
- জানালা এবং দরজা বন্ধ করুন।
- সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলুন।
- নিরাপদ আশ্রয় নিন।
- গাছের নিচে আশ্রয় নেবেন না।
- কংক্রিটের মেঝেতে শুয়ে থাকবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
- ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে ফেলুন।
- জলাশয় থেকে অবিলম্বে বেরিয়ে আসুন।
- বিদ্যুৎ পরিবহনকারী বস্তুু থেকে দূরে থাকুন।
- যখন শিলাবৃষ্টি শুরু হয়, তখন বাইরে যাবেন না।
বিস্তারিত ভিডিওতে .....