তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কোহিনূর কেমিক্যাল কারখানার সামনে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কারখানার কসমেটিকস বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেন তারা।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। মহাখালি থেকে সাতরাস্তা পর্যন্ত উভয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, অভিযুক্ত কর্মকর্তা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা।
এ বিষয়ে কোহিনূর কেমিক্যাল কর্তৃপক্ষ কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে এবং তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ট্রাফিক গুলশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেজগাঁও এলাকার তিব্বত ক্রসিংয়ের পাশে অবস্থিত কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জনৈক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় অনেক কর্মচারী রাস্তায় নেমে এর বিরুদ্ধে বিক্ষোভ করেন। এতে রাস্তার যাতায়াত সাময়িক বন্ধ রয়েছে।
উত্তরা-কাকলী-বনানী হয়ে মহাখালী-তেজগাঁওগামী এবং তেজগাঁও থেকে মহাখালী টার্মিনাল হয়ে উত্তরামুখী রুটে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। আপনাদেরকে চলাচলের জন্য আমতলী হয়ে মহাখালী রেল ক্রসিং ব্যবহার করে জাহাঙ্গীর গেট রুট এবং আমতলী-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা-শান্তা রুটে ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে বলে ট্রাফিক গুলশান বিভাগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।