কোতোয়ালি থানার হত্যা মামলা
দিলীপ কুমার আগারওয়ালা দুই দিনের রিমান্ডে

দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি
রাজধানীর কোতোয়ালি থানার হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা দিলীপ কুমার আগারওয়ালাকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে, গত বছরের ৪ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়।