‘জুলাই-আগস্টে আসলেই স্বাধীন হয়েছি কিনা, সময়ই বলে দেবে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘১৯৪৭ সালে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা ১৯৭১ সালে দীর্ঘ সংগ্রাম-লড়াই-যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা, সেটা সময়ই বলে দেবে।’
আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। সেই বৈঠকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...