সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন গ্রেপ্তার

সাভারে মঙ্গলবার দিনগত রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ছবি : এনটিভি
সাভারের আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন–ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮), ইব্রাহিম (১৮) ও আবদুল্লাহ নয়ন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশুলিয়ার শ্রীপুরে সম্প্রতি ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই ছয় সদস্য। পরে তাদের চিহ্নিত করে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
শাহীনুর কবির আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।