ঢাকা ক্যান্টনমেন্টে চুরি, মালামালসহ গ্রেপ্তার ৫

চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত পাঁচ পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা। এর আগে রাজধানীর মাটিকাটা এলাকায় একটি বাসার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. শাহ আলম (২২), মো. সাব্বির হোসেন (২০), মো. রাজু, মো. মুরাদ (২১) ও মো. স্বপন মিয়া (২৫)। গত সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান জানান, গত ২৫ এপ্রিল সন্ধ্যা পরবর্তী সময়ে চোরের দল মো. আলী আকবরের বাসার গ্রিল কেটে প্রবেশ করে। ওই সময় তারা ১৯ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন এবং নগদ ১২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী আলী আকবরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা রুজু হয়।
তালেবুর রহমান আরও জানান, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে একটি দল সোমবার রাতে মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া স্বর্ণের বালা, এক জোড়া রূপায় স্বর্ণের কালার করা হাতের বালা, দুই জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুড়ি, একটি চোরাই মোবাইলফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি একটি রেঞ্জ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।