সংস্কার বড়লোকদের, গরিবের জন্য নয় : বিএনপিনেতা কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার বড়লোকদের জন্য, গরিবের জন্য নয়।’ আজ শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘এই সংস্কার হলে কি আপনারা চাকরি পাবেন? এই সংস্কার হলেই কি আপনাদের পেটে ভাত যাবে? আপনারা কৃষি কাজ করতে পারবেন? যাবে না। এই সংস্কার গরিবের জন্য নয়, এই সংস্কার হলে লাভবান হবেন বড়লোকেরা। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের চিন্তা বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিন, মানুষ ভোটের অপেক্ষায় আছে।’
স্থানীয় উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান, সদস্য সচিব তারেক মুন্সী ও মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়াসহ অন্যান্যরা।