আ.লীগ কার্যালয়ের সামনে ভুরিভোজ ও কনসার্ট

আওয়ামী লীগকে নিষিদ্ধর আনন্দে গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভুরিভোজ ও কনসার্টের আয়োজন করেছে সাধারণ জনতা ও ব্যবসায়ীরা।
আজ বুধবার (১৪ মে) রাত ৮টার পর থেকে এ আয়োজন শুরু হয়েছে। পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এ বিষয়ে গুলিস্তানের ব্যবসায়ী রবিউল হুসাইন বলেন, ১৫ বছরে এখানে সাধারণ মানুষ হাঁটতে পারত না। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার খুশিতে ব্যবসায়ীরা ও সাধারণ জনতা মিলে এ আয়োজন করেছে।
আয়োজকদের একজন নিউমার্কেট এলাকার ব্যবসায়ী মামুন এনটিভি অনলাইনকে বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে তিনটি গরু ও দুটি ছাগল জবাই করে ভুরিভোজের আয়োজন করেছে ব্যবসায়ী ও জনতা। রয়েছে কনসার্টের আয়োজনও। হাজার হাজার মানুষ যোগ দিয়েছে এ আয়োজনে।’
রাইসা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এনটিভি অনলাইনকে বলেন, ‘লালবাগ থেকে এসেছি, এখানে ভুরিভোজ ও কনসার্ট হচ্ছে। তাই দেখতে এলাম।’
গত ১১ মে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।