১২ দিন ধরে নেই গ্যাস, দুর্ভোগে দেড় লক্ষাধিক মানুষ

টানা ১২ দিন ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে ২২টি গ্রামের প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই এলাকার বাসিন্দারা।
পাশাপাশি স্থানীয় সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই এলাকার পরিবহণ শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এলাকাবাসী জানায়, ১২ দিন আগে আমিনবাজারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সঞ্চালন লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এরপর থেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে ওই লাইনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। যার প্রভাবে ২২টি গ্রামের বাসাবাড়িতে সংযোগ নেওয়া গ্রাহকদের স্বাভাবিক জীবনযাপন অনিশ্চিত হয়ে পড়েছে।
এলাকা ঘুরে দেখা গেছে, কেউ কেউ খড়ির চুলায় রান্না করছেন, কেউ হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খাচ্ছেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহ জানান, আমিনবাজারে গ্রাহকদের ভোগান্তি নিরসনে কাজ চলছে। শিগগিরই সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে।