সীমান্তে আরও ৭ জনকে পুশইন করল বিএসএফ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে এই পুশইনের ঘটনা ঘটে।
পরে সকালে স্থানীয়রা ওই সাতজনকে আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনা জেলায়।
আটক ব্যক্তিরা বিভিন্ন সময় কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। সম্প্রতি বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে আজ বকশীগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরও বাংলাদেশে পাঠায় বিএসএফ।
আটক ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার মোহাম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), খুলনা জেলার খালিশপুর এলাকার সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মায়া আক্তার (৩২)।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া জানান, ভোরে ভারত থেকে সাতজনকে পুশইন করা হয়েছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে আমরা সীমান্তে অবস্থান নেই। পরে তাদের আটক করি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে পুশইন করার পর স্থানীয়রা সাতজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।