টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

গাজীপুরের টঙ্গীতে ঢাকনা ছাড়া একটি ম্যানহোলে পড়ে ফারিয়া তাসলিম জ্যোতি (৩২) নামের এক কর্মজীবী নারী নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফারিয়া তাসলিম জ্যোতি চুয়াডাঙ্গা সদর থানার বাগান বাড়ি এলাকার বাসিন্দা মৃত মুন্সি ওয়ালীউল্লাহ বাবুলের মেয়ে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৭ জুলাই) রাতে অঝোর বৃষ্টির সময় সড়কের পাশে জমে থাকা পানির নিচে থাকা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান ওই নারী। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, বৃষ্টির কারণে ম্যানহোলটি দেখা যাচ্ছিল না। পানির মধ্যে হাঁটার সময় হঠাৎ ওই নারী ম্যানহোলে পড়ে যান। আমরা অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারিনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পুরোপুরি ভর্তি ছিল। গতরাতে অভিযান চালিয়ে উদ্ধার না হওয়ায় আজ সোমবার (২৮ জুলাই) সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু করেছি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত আছেন।