আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ, স্বর্ণালংকার-নগদ টাকা ও মোবাইল লুট

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী ইসরাত জাহান রুমার বাসভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৮ জুলাই) দিনগত রাত সোয়া ৩টায় জেলার রাকুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
অ্যাডভোকেট ইসরাত জাহান রুমা বলেন, ডাকাত দল আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা এবং আমি ও আমার পরিবারের সদস্যদের পরিধান করা স্বর্ণালংকার নিয়ে যায়। তারা আমাদের হাতে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ ভরি স্বর্ণালংকার, চার হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ডাকাতদল নিয়ে গেছে।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল আলম বলেন, আমি ডাকাতির ঘটনা শুনে তাদের বাসায় যাই। ডাকাতির ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে অভিযুক্ত ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানাচ্ছি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে থানায় কোনো লিখিত অভিযোগ না করায় মামলা হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।