চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ, চাচি আটক

চাঁদপুরের মতলব উত্তরে পারিবারিক বিরোধের জেরে চাচা ফারুক সরকারের হাতে ভাতিজা মাইনুদ্দিন সরকারকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে (৫২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক।
নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানসুরা বেগম জানান, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগমের সঙ্গে কিস্তির টাকা নিয়ে কয়েকদিন যাবৎ ঝামেলা চলছিল। ফারুক বই দিয়ে কিস্তির টাকা উত্তোলন করেন। কিস্তির স্যাররা টাকার জন্য আমাদের চাপ দেয়। আজকে রাস্তায় ফারুকের সঙ্গে দেখা হলে আমার স্বামী কিস্তির টাকা চাইলে তার ওপর আক্রমণ চালায় ফারুক। পরে স্থানীয়রা আমার স্বামীকে তাৎক্ষণিকভাবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। আমি হত্যাকারীর বিচার চাই।
এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে ও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।