রিজার্ভ চুরির হোতারা ভারতভিত্তিক!

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের হদিস পাওয়া যায়। ফিলিপাইনের জুয়ার টেবিলে চলে যায় বাংলাদেশের টাকা। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ ৯৫১ মিলিয়ন ডলার চুরি হয়ে যায়।
ঘটনার তিন মাসেও এর জন্য দায়ী ব্যক্তিদের হদিস পাওয়া যায়নি। তবে চলতি সপ্তাহে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে ছিল ব্যাপক পরিকল্পনা। যারা এর পেছনে কাজ করেছে তারা ভারতভিত্তিক।
প্রতিবেদনে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা করা হয়। একটি সূত্র ডেইলি মেইলকে জানায়, রিজার্ভের অর্থ চুরির সঙ্গে দায়ী ব্যক্তিরা ভারতভিত্তিক। তাঁরা ছদ্মবেশে থাকতে পারেন। এ কারণে তাঁদের পাওয়া যাওয়া যাচ্ছে না। কোনো সময় তাঁদের ভারতে পাওয়া যায়, আবার কোনো সময় উপকূলীয় এলাকায়। কারিগরিভাবে তাঁরা ধরাছোঁয়ার বাইরে।
‘সূত্র’ আরো জানিয়েছে, চুরি হয়ে যাওয়া অর্থের অধিকাংশই উদ্ধার করতে পারলেও পুরো অর্থ উদ্ধার করা যাবে না। নিজেদের জীবন গোছানোর জন্য ১৫ মিলিয়ন ডলার দরকার ছিল ওঁদের।
রিজার্ভ অর্থ চুরি যাওয়ার ঘটনায় গত মার্চে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।