বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিটি দেশের জন্য পৃথক শুল্ক আরোপের ঘোষণা দেবেন এমন আশঙ্কায় দফায় দফায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে মার্চের শেষদিকে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম তিন হাজার ১৫০ ডলার ছাড়ায়। তবে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার পর স্বর্ণের দামের পতন হয়েছিল। এরপর চীন যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও চীনের ওপর শুল্ক আরও বাড়ায়।
দুই দেশের শুল্কের এই যুদ্ধের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ে স্বর্ণের দাম। সবশেষ এখন প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে তিন হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্ট। বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেশেও দেখা মেলে। দেখা যায়, টানা চার দফা বাড়ানোর পর কমেছিল দেশের বাজারে স্বর্ণের দাম। পরে স্বর্ণের দাম দুই দফা বেড়েছিল। সেখান থেকে কমিয়ে স্বর্ণের নতুন দাম নববর্ষে সামান্য কমেছে। সেই হিসেবে এখন ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা বেচাবিক্রি হচ্ছে। এছাড়া প্রতিভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৯ হাজার ৫৩৭ টাকা বেচাবিক্রি হচ্ছে। এর আগে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া সেই সময় ২১ ক্যারেটের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা বেচাবিক্রি হয়েছিল।
প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সসদ্য জানান, যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধের কারণে বিশ্ববাজারে স্বর্ণে দাম দফায় দফায় বাড়ে। দেশের বাজারে সবশেষ দাম নির্ধারণের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স বাড়ে ১৫০ ডলার।