বেশিরভাগ মিষ্টির দোকানে ইএফডি ব্যবহার হচ্ছে না : এনবিআর চেয়ারম্যান

বেশিরভাগ মিষ্টির দোকানদার ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) ব্যবহার করে না জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘আমি বিভিন্ন সময় বহু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছি। দেখেছি, বেশিরভাগ দোকানদার ভ্যাটের চালান দেয়নি। চালান দিতে অনাগ্রহী। এ ছাড়া দেখেছি, দোকানে ইএফডি রয়েছে, তবুও বেশিরভাগ দোকানদার ব্যাবহার করছে না।’
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন আবদুর রহমান খান।
সভায় মিষ্টির ওপর ভ্যাট হার কমলে রাজস্ব বাড়বে জানিয়ে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ননী গোপাল ঘোষ বলেন, মিষ্টির ওপরে এখন ১০ শতাংশ ভ্যাট রাখা হচ্ছে। আগে মিষ্টির ওপর ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। ভ্যাট বাড়ানোর কারণে এখন রাজস্ব কমেছে। ভ্যাট হার কমালে সামনে রাজস্ব বাড়বে। এ সময় তিনি মিষ্টি বিক্রিতে ভ্যাট ৩ শতাংশ করার দাবি জানান।
ভ্যাট হার কমানোর দাবি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনি (ননী গোপাল ঘোষ) বলছেন, ভ্যাট হার কমালে রাজস্ব বাড়বে। এটা আজগুবি কথা। আপনি বলছেন, এখন ভ্যাট হার বেশি। অঙ্ক কষে দেখলেন, এজন্য সরকারের রাজস্ব আদায় কম হচ্ছে। আপনি বলেছেন, ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ হলে রাজস্ব আদায় বাড়বে। এটা তো রীতিমতো জাদুকরি। এসব জাদুকরি দেশে বাস করলে হবে না। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।’
আবদুর রহমান খান বলেন, ‘আপনারা মনে করছেন, ভ্যাট আপনারা দেন। সেই কারণেই হয়তো সরকার ভ্যাট পাচ্ছে না। কিন্তু আপনারা ভুলে যান যে, ভ্যাট দেয় জনগণ। আমি মনে করিয়ে দিচ্ছি, ভ্যাট কেবল আপনারা জনগণ থেকে রিসিভ করেন। আমাদের অনুরোধ, জনগণের দেওয়া রাজস্ব সরকারের কাছে দিন।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি যত মিষ্টি কিনেছি এই জীবনে, সব জায়গায় ভ্যাট দিয়েছি কিন্তু আমার ভ্যাট সরকারের কোষাগারে আসেনি। আমার তো বহু বয়স হয়েছে। এই পর্যন্ত দেখলাম না কোনো মিষ্টির দোকানি আমাকে ভ্যাটের রিসিট দিয়েছেন।’
মিষ্টিতে সুপারশপের মতো করে ভ্যাট বসানো পরিকল্পনা চলছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা মিষ্টির দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। ভ্যাট আলাদাভাবে ধরব না, যেন ক্রেতা ভ্যাট দেখে চমকে না উঠে। এমন একটা আদেশ প্রস্তুত করছি, যাতে মিষ্টির মোট দামের ওপর ভ্যাট থাকবে। ক্রেতার কত ভ্যাট, সেটা ক্রেতার জানার দরকার নেই। এ নিয়ম আমরা সুপারশপে করেছি। এতে ক্রেতাদের ভোগান্তি কমেছে।’