মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ও সাংস্কৃতিক উৎসব

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সামার ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকালে ঢাকার অদূরে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ভর্তি মেলা শুরু হয়। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় ছাড়াও নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ক্যারিয়ার স্পেশালিস্ট ড. আহসান হাবীব ইমরোজ। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক।
এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গ্র্যাজুয়েট বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইন বিভাগের গ্র্যাজুয়েট এস.এম. তাসমিরুল ইসলাম। অন্যদের মাঝে ছিলেন সিএসই বিভাগের গ্র্যাজুয়েট ও গ্রীন টেলিভিশনের ব্রডকাষ্ট অপারেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যানেজার এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও মোহনা টেলিভিশনের কনসালটেন্ট কাজী হাসানুজ্জামান, ফার্মেসি বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলিমুজ্জামান, জর্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট সোহরাব মাহাদী, ইইই বিভাগের গ্র্যাজুয়েট ও বর্তমানে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের ডোমেইন অফিসার আজিজুল হক রিফাত, ইংরেজি বিভাগের গ্র্যাজুয়েট ও ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক রাজিয়া সুলতানা তানিয়া প্রমুখ।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। গরীব ও মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।
প্রোগ্রামসমূহ : বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ) এবংএমএ ইন ইংলিশ (ইভেনিং)।