জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একটি ভাড়াবাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, এ ঘটনায় নিহত শিক্ষার্থীর এক ছেলে বন্ধুকে হেফাজতে নিয়েছে সূত্রাপুর থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, ‘মেয়েটা সাড়ে ৪টা পর্যন্ত আমার সঙ্গে ছিল। এরপরই শুনি আত্মহত্যা করেছে। আমাদের এক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’