রাবিতে স্ক্যাবিসের প্রকোপ, আক্রান্ত বহু শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মাঝে ছোঁয়াচে চর্মরোগ ‘স্ক্যাবিস’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা বেশি আক্রান্ত।
আজ বুধবার (৩০ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী জানান, তিনি কয়েক দিন ধরে চুলকানির সমস্যায় ভুগছেন। আজ ডাক্তার দেখাতে এসেছেন। আরেক শিক্ষার্থী জানান, ডাক্তার দেখানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। নারী ও চর্মরোগ বিশেষজ্ঞের অভাব অনুভব করছেন।
ডা. মাশিহুল আলম বলেন, ‘শত শত চর্মরোগের মধ্যে স্ক্যাবিস সবচেয়ে বেশি ছোঁয়াচে। গত বৃহস্পতিবার রাবি চিকিৎসাকেন্দ্রে রোগী দেখার সময় একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা আসতে থাকেন। বিভিন্ন হল ও মেসে বসবাসরত শিক্ষার্থীদের মাঝে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’
চিকিৎসা নিতে আসা রোগীদের সতর্ক করে ডা. মাশিহুল আলম বলেন, রাবি চিকিৎসাকেন্দ্রের চেম্বারের সামনে অপেক্ষার সময় দূরত্ব বজায় রাখতে হবে, যাতে রোগটি অন্যদের মধ্যে না ছড়ায়।
মেডিকেল সেন্টারে এই রোগের ওষুধ না থাকার বিষয়ে ডা. মাশিহুল আলম জানান, বিষয়টি প্রধান চিকিৎসক ডাক্তার মাফরুহা সিদ্দিকা লীপিকে জানানো হয়। তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও ওষুধ কেনার ব্যবস্থা করে ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দিয়েছেন। ফলে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা রাবি চিকিৎসাকেন্দ্রেই স্ক্যাবিস রোগের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ পাবেন।