বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিক-এর উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা ও ঘুড়ি উৎসব।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের মাঠে আয়োজিত এ উৎসবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা। নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে ববির প্রাঙ্গণ। অনুষ্ঠানে ছিল নাচ, গান, আবৃত্তি, গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখের সাজে র্যাম্প শোসহ বর্ণিল নানা পরিবেশনা।
বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতেই পুরো আয়োজনজুড়ে ছিল এক উচ্ছ্বাসভরা প্রাণের ছোঁয়া। মেলায় ছিল তালপাতার পাখা, মুখোশ, বাঁশের তৈরি খেলনা, কাগজের ফুলসহ নানা ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী। পাশাপাশি বিভিন্ন স্টলে বিক্রি হয়েছে পাটিসাপটা, মুড়ি-মুড়কিসহ মুখরোচক খাবার এবং দেশীয় হস্তশিল্প।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ইটপাথরের নগরীতে থাকতে থাকতে যখন আমরা গ্রামের শৈশব ভুলে গিয়েছিলাম, তখন এই আয়োজন আমাদের সেই হারানো সময়ের আনন্দে ভরিয়ে দিয়েছে। গ্রামীণ সমাজ সংস্কৃতি তুলে ধরার এ আয়োজন ছিল সত্যিই অসাধারণ।
পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, শিক্ষার্থীদের মাঝে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, এমন উৎসব শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।