ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১১ বিদ্যালয়ে কেউ পাস করেনি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই বিভাগ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মোট এক লাখ ৫৫৮ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে অংশ নেয়, যার মধ্যে ৫১ হাজার ৪৪৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর—এই চার জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ শিক্ষা বোর্ড। তবে জামালপুর ও ময়মনসিংহ জেলার মোট ১১টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হলেও, এই তালিকায় নেত্রকোনা ও শেরপুর জেলার কোনো প্রতিষ্ঠানের নাম নেই।
জামালপুর জেলার যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি সেগুলো হলো—সদরের রঘুনাথপুর হাই স্কুল, গোলসারাভি চরাবোনিয়া মনজা বিবি গার্লস হাই স্কুল, চন্দ্রবাড়ী হিসারা ওসমানি গার্লস হাই স্কুল, ইসলামপুরের সৌর চান মডেল জুনিয়র স্কুল, মেলান্দহের কালাবধা জুনিয়র হাই স্কুল এবং পাহাড়দারি এম এ মজিদ গার্লস হাই স্কুল। অন্যদিকে, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার রাংছাপারা হাই স্কুল, ভীমজান মডার্ন গার্লস একাডেমি, গৌরীপুরের দারগাবাড়ী হাই স্কুল, ফুলপুরের শাহ শহীদ শওকত মডেল গার্লস হাই স্কুল এবং মুসাপুর হাই স্কুল এই তালিকার অন্তর্ভুক্ত।
ফলাফল নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এ বছর তুলনামূলকভাবে পাসের হার কিছুটা কম। আমরা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলেছি শিক্ষার্থীদের প্রতি যত্ন নিতে। তবে যেসব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।