বিশ্ব মা দিবস
মাকে উপহার দিন এই ৬ জিনিস

প্রতি বছর মে’র দ্বিতীয় রোববার পালিত হয় মা দিবস। আজ রোববার (১১ মে) আন্তর্জাতিক মা দিবস। বিশ্বজুড়ে দিনটি পালিত হয়। মায়ের জন্য দিবসের প্রয়োজন হয় না যদিও। পৃথিবীর সব দেশে, সব ভাষায়, সব জাতির, সব ধর্মের মায়েরা মিলিত হন এক জায়গায়। নেই ভেদাভেদ। চরিত্রে নেই তফাৎ। সন্তানের জ্বরে মায়েদের গা গরম হয়, সন্তানের চিন্তায় পড়ে কপালে ভাঁজ। সন্তান যখন বিশ্বজয় করেন, মায়েদের তখন বিশ্বজয় হয়ে যায়।
মায়ের জন্য দিবসে কী এসে যায়। যার ঋণ কখনও শোধ হওয়ার নয়, বিশেষ দিনে কতটাই করা যায়! তবু, এই দিনটিতে মাকে একটু বেশিই ভালোবাসতে ইচ্ছে করে। তাই চেষ্টা করুন, মা দিবসে মাকে কিছু উপহার দিতে। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে মাকে কি কি উপহার দিবেন।
হাতে তৈরি কার্ড
একটি হস্তনির্মিত কার্ড নস্টালজিক হিসেবে কাজ করে। যা মায়েদের কাছে বিশেষ কিছু। এই প্রচেষ্টায় বোঝা যায় যে, তিনি আপনার ও পুরো পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
গাছ
আপনার মা যদি প্রকৃতিপ্রেমী হন তবে নিশ্চিত থাকুন যে, তিনি আপনার উপহারটি পছন্দ করেছেন। আগে থেকেই যদি আপনার মায়ের বাগান করার সখ কিংবা বাগান থাকে তবে, বাগানের সঙ্গে সম্পর্কিত সরঞ্জামগুলোও উপহার হিসেবে দিতে পারেন। এতে তিনি বাড়ির গাছপালা রক্ষণাবেক্ষণ করতে আরও উপভোগ করবেন।
স্লিপওয়্যার সেট
আপনার মা যাতে শান্তিতে ঘুমায় তা নিশ্চিত করার জন্য আরামদায়ক স্লিপওয়্যার উপহার দেওয়ার চেয়ে ভাল উপহার আর কী হতে পারে? মায়েরা কখনোই শান্তিতে ঘুমায় না। সারারাত ধরে সে তার সন্তানের টিফিন, পড়াশোনা, ভবিষ্যৎ আরও অনেক কিছু নিয়ে ভাবেন। তাই তাদেরকে একটি স্লিপওয়্যার সেট দিতে পারেন। সন্তানের উপহার সঙ্গে থাকলে মা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।
গহনা
বাঙালি মায়েদের গহনার প্রতি আলাদা আকর্ষণ থাকে। তাই বেশি না ভেবে অনায়াসে উপহার দিয়ে দিতে পারেন গহনার সেট। এক জোড়া সুন্দর কানের দুল, পেন্ডেন্ট অথবা নাকফুল দিতে পারেন। আপনার মা অবশ্যই আপনাকে এই চমৎকার উপহারের জন্য ধন্যবাদ জানাবেন।
হাতে লেখা নোট ও কবিতা
মন থেকে সরাসরি আসা উপহারকে কিছুই পরাজিত করতে পারবে না। এই মা দিবসে, পুরোনো পদ্ধতি অবলম্বন করুন। মায়ের জন্য একটি চিঠি, কবিতা বা নোট লিখুন। তাকে বলুন যে, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। বাড়ির প্রত্যেকের জন্য প্রতিদিন তিনি যে ত্যাগ স্বীকার করেন তা উল্লেখ করুন।
মায়ের জন্য রান্না করুন
মা দিবসে মাকে একটু বিরতি দিন। তার জন্য নিজেই রান্না করে ফেলুন। সেদিন সকাল থেকেই রান্নাঘরের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিন। মায়ের পছন্দের খাবারগুলো রান্না করে তাঁকে অবাক করে দিন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।