আগামীতেও এনটিভি গণমানুষের পক্ষে থাকবে, প্রত্যাশা আমানউল্লাহ আমানের
জনপ্রিয় স্যাটালাইট টেলিভিশন এনটিভি ২২ বছর পূর্ণ করে ২৩ বছরে পর্দাপণ করেছে। সেই জন্য আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এনটিভি পরিবারকে এবং কলাকুশলী যত শুভানুধ্যায়ী, দর্শক আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘপথ চলায় এনটিভি বাংলাদেশের সাধারণ মানুষের, গণমানুষের এবং সমাজের দর্পণ হিসেবে কাজ করেছে আমরা দেখেছি। বাংলাদেশ এই দীর্ঘ সময় যতবার সংকটে পড়েছে, বিশেষ করে সম্প্রতিক সময়ে, নিকট অতীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটা হলো এনটিভি গণমানুষের পক্ষে ভূমিকা পালন করেছে। এনটিভির কিছু কিছু ফুটেজ যেগুলো গণ-অভ্যুত্থানে প্রেরণা জুগিয়েছে। সেজন্য আমরা জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই সাহসিকতার জন্য। আগামীতে যাতে যে ধরনের সংবাদ দেশের মানুষ পছন্দ করে এবং যে ধরনের সংবাদের ভিত্তিতে দেশে গণতন্ত্রের অভিযাত্রার দিকে ধাবিত হবে, সেই ধরনের সংবাদ নিয়ে এনটিভি আগামীতেও গণমানুষের পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশের চব্বিশের গণ-অভ্যুত্থান নেতৃত্বে দিয়েছে তরুণরা। এজন্য সমাজ ও দেশকেন্দ্রিক তরুণদের চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার জায়গাটা যাতে তরুণরা পূরণ করতে পারে। আগামীর বাংলাদেশ তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যাতে দেশে এগিয়ে যাতে পারে, এজন্য জনপ্রিয় চ্যানেল হিসেবে এনটিভি পৃথক পৃথক অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করে তরুণদেরকে মটিভেশনাল প্রোগ্রাম করতে পারে। তরুণদের জনশক্তিতে রূপান্তরিত করতে এনটিভি কাজ করবে বলে প্রত্যাশা রাখি।
লেখক : জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক