সূচকের পতন, লেনদেন ৩৯৬ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ বুধবারের (১৬ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ দশমিক ৩২ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন কমে ৩৯৬ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বুধবার বাজারে মূলধন কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এক পর্যায়ে সূচক পতনে চলে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২৬ দশমিক ৩২ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক সাত দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ দশমিক ৪২ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৮ দশমিক ১৬ পয়েন্টে।
আগের কর্মদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৯৬৯ কোটি ২৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২১২টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ১২ কোটি সাত লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ কোটি ৩৮ লাখ টাকা, বিচ হ্যাচারির আট কোটি ৯০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি ৬২ লাখ টাকা, উত্তরা ব্যাংকের আট কোটি ২৬ টাকা, শাহজিবাজার পাওয়ারের সাত কোটি ৮৪ লাখ টাকা, স্কয়াল ফার্মার সাত কোটি ৭৯ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকের সাত কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৫৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।