ডিএসইতে সূচকসহ কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে আট দশমিক ৩৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমে লেনদেন ৩৩৯ কোটি টাকায় নেমে এসেছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার বাজারে মূলধন কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এক পর্যায়ে সূচক পতনে চলে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে আট দশমিক ৩৬ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৮৭ দশমিক ৩২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক চার দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ দশমিক ৭০ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক দুই দশমিক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৫ দশমিক ৩৯ পয়েন্টে।
আগের কর্মদিবস বুধবার (১৬ এপ্রিল) লেনদেন হয়েছিল ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ টাকা। গত বুধবার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের ১৫ কোটি ৪৪ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি দুই লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১ কোটি ৮৫ লাখ টাকা, এনআরবি ব্যাংকের আট কোটি ৩২ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার আট কোটি ৩১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের সাত কোটি ৮৩ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিকের সাত কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট কোটি ৫৮ শতাংশ।