সূচকের পতন, লেনদেনও কমেছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ মঙ্গলবারের (২২ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও, লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকা। তবে আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বাজারে মূলধন বেড়েছে।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে বিক্রির চাপ বাড়ে। এক পর্যায়ে সূচক পতনে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৮ দশমিক ২৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৬ দশমিক ৫৭ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক চার দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২১ দশমিক ৮৪ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক তিন দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ দশমিক ৮৩ পয়েন্টে।
আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি চার লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৪০ কোটি ২৮ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৭ হাজার ৪৪১ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৬৭ হাজার ২৯ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২১৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ১০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৯ কোটি ৬৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের আট কোটি ৮৫ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের আট কোটি ৭৬ লাখ টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আট কোটি ৩১ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের আট কোটি ২৬ লাখ টাকা, ফাইন ফুডসের সাত কোটি ৩৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি ৯৩ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ছয় কোটি ৮৯ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।