এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বড় উত্থানে পার করল গত সপ্তাহ (২০ থেকে ২৪ জুলাই)। এক সপ্তাহের ব্যবধানে সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫৯ পয়েন্ট। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে ২৬ শতাংশ। একইসঙ্গে ডিএসইতে মূলধন পরিমাণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা বেশি। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর উত্থান হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ (১৩ থেকে ১৭ জুলাই) থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ বেড়েছে ২৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এসসময় ডিএসইতে মূলধনের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৫০৮ কোটি ৭২ লাখ টাকা বা দুই দশমিক ৯৮ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে চার হাজার ২৯৭ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৪০৮ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৫৯ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬৮১ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা।
গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) পুঁজিবাজার মূলধন দাঁড়ায় সাত লাখ আট হাজার সাত কোটি এক লাখ ১৮ হাজার টাকায়। আগের সপ্তাহের ১৭ জুলাই (বৃহস্পতিবার) এই মূলধন ছিল ছয় লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৫টির, দর কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। লেনদেন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার।
এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৩৯২ দশমিক শূন্য চার পয়েন্টে। ডিএসই৩০ সূচক ১৫৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৮৯ দশমিক ৭৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৫২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৭২ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ১৬ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৯৯৬ দশমিক ২৮ পয়েন্টে।