নভেম্বরে আসছে জিম্বাবুয়ে

সব কিছু ঠিক থাকলে এ মুহূর্তে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন সাকিব-মুশফিকরা। কিন্তু ‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজটির সামনে তাই বিরাট প্রশ্নচিহ্ণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। আগামী মাসেই বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ তথ্য।
আগামী জানুয়ারিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে এমনিতেই বাংলাদেশে আসার কথা জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় তার দুই মাস আগেই চলে আসবে আফ্রিকার দেশটি। অবশ্য একটানা থাকবে না, দুই ভাগে হবে সিরিজটি। প্রথমে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাবে জিম্বাবুইয়ানরা। জানুয়ারিতে আবার আসবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে।
বুধবার বিসিবির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তারা নভেম্বরে আসতে রাজি হয়েছে। ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়ে গেছে। ঠিক এমন সময় বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে জিম্বাবুয়ে। এটা বিসিবির জন্য সুসংবাদ কি না- এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘এটা তেমন কোনো ব্যাপার নয়। আমার মতে এটা সহজ ব্যাপার।’