বিপিএলে আসছেন মোহাম্মদ আমির

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে আবার ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো নৈপুন্যও দেখাচ্ছেন পাকিস্তানের এই প্রতিভাবান বাঁ-হাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, বিপিএলেও দেখা যাবে আমিরকে।
আমির ছাড়াও মিসবাহ-উল-হক, ইউনুস খান, মোহাম্মদ হাফিজসহ মোট ৫২ জন পাকিস্তানি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিপিএলের বিদেশি খেলোয়াড়ের তালিকায়। সামিত প্যাটেল, পল কলিংউড, রবি বোপারাদের মতো ইংল্যান্ডের খেলোয়াড় আছেন ৪৮ জন। শ্রীলঙ্কা থেকে ২৫, ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩, জিম্বাবুয়ে থেকে পাঁচ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চার, নিউজিল্যান্ড থেকে দুই ও সহযোগী দেশগুলো থেকে ১৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন বিপিএলের বিদেশি খেলোয়াড়ের তালিকায়।
এবারের মৌসুমে দুই পদ্ধতিতে গড়া হবে বিপিএলের ছয়টি দল। প্রথম পদ্ধতিতে বিসিবির তালিকাভুক্ত খেলোয়াড়দের দলে ভেড়ানো হবে। ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য এক ড্র থেকে প্রাথমিকভাবে দল গড়বে বিপিএলের ছয়টি ফ্রাঞ্চাইজ। এই খেলোয়াড়রা অর্থ পাবেন সরাসরি বিসিবির কাছ থেকে। দ্বিতীয় পদ্ধতিতে বিপিএলের দলগুলো নিজেরাই যোগাযোগ করতে পারবে খেলোয়াড়দের সঙ্গে। সে ক্ষেত্রে তাঁদের অর্থ পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইজগুলোকেই।
প্রতিটা দলে থাকতে পারবে সাতজন বিদেশি খেলোয়াড়। আর প্রতি ম্যাচে মাঠে নামতে পারবেন চারজন।
বিপিএলের প্রথম দুই মৌসুমে খেলোয়াড়দের প্রাপ্ত অর্থ পরিশোধ নিয়ে বেশ ভালোই ঝামেলা হয়েছিল। অর্থ সংক্রান্ত জটিলতায় অনুষ্ঠিতই হতে পারেনি ২০১৪ সালের আসর।