নিষেধাজ্ঞা থেকে ফেরা আমিরকে স্বাগত জানালেন কোহলি

স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ক্রিকেট মাঠে ফিরেছেন বেশ কিছুদিন আগে। সব সমালোচনাকে দূরে ঠেলে গত নিউজিল্যান্ড সফরের দলে শুধু জায়গা করেই নেননি, খেলেছেনও কয়েকটি ম্যাচ। এবার তিনি এশিয়া কাপেও খেলতে আসছেন।
নিজের ভুল শুধরে আবার ক্রিকেট মাঠে ফেরায় আমিরকে স্বাগত জানিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে এশিয়া কাপপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিজের ভুল শুধরে আমির আবার ক্রিকেটে ফিরেছে একটা খুবই ভালো দিক। আমার পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সে লম্বা সময় ক্রিকেট খেলতে পারবে।’
আমিরের প্রশংসা করে কোহলি বলেন, ‘আমির নিঃসন্দেহে একজন উঁচুমানের পেসার। তাঁর বোলিংয়ে বেশ বৈচিত্র্য আছে। তাঁর বোলিংয়ে পেস, বাউন্স ও সুইং সবই রয়েছে। গত পাঁচ বছর ক্রিকেট খেলতে পারলে নিঃসন্দেহে সে বিশ্বসেরা দশ বোলারের কাতারে থাকত।’
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট, পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দোষী প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ হওয়া ছাড়াও ছয় মাস কিশোর সংশোধনাগারে কাটাতে হয়েছিল তাঁকে।
সে সময় ১৮ বছরের তরুণ আমির ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও তখন শাস্তিটা কমানো হয়নি। তবে স্পট ফিক্সিং তদন্তে আকসু কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা করায় নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁকে মাঠে ফেরার অনুমতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
তাই গত বছর সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন আমির। আর এ বছর জানুয়ারিতে ফেরেন জাতীয় দলে।
মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হৈ-চৈ ফেলে দেওয়া আমির ১৪টি টেস্ট খেলে ৫১ উইকেট নিয়েছেন। ১৭টি ওয়ানডেতে তাঁর শিকার ৩০ উইকেট।