অর্জনের ম্যাচে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার

ম্যাচটি নেইমারের জন্য হতে পারত উপলক্ষের। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ‘১০০’ লেখা জার্সি পরে খেলতে নামেন তিনি। সান্তোসের জার্সিতে শততম ম্যাচটা ঠিকই জিতেছেন, তবে মাঠ ছাড়তে হয়ে মাত্র ৩৪ মিনিটে। কারণ আর কিছুই নয়, পুরোনো চোট।
নেইমার চোটে পড়েছেন, এমন খবর এখন আর নতুন নয়। মাত্র ৫ দিন আগে ফিরেছেন প্রায় দেড় মাসের চোট কাটিয়ে। ফিরে এক ম্যাচ বাদেই আবার বাইরে তিনি। এবার কতদিনের জন্য থাকতে হবে বাইরে, তা এখনও জানা যায়নি।
ইএসপিএনে প্রকাশিত আজ বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) প্রতিবেদন অনুসারে, ম্যাচের ৩৪ মিনিটেই নেইমারকে মাঠ ছাড়তে হয়। সবুজ ঘাসে বসে পড়েন তিনি। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলে সান্তোসের জেতা ম্যাচে আনন্দ দর্শকের আক্ষেপ তাই নেইমারের কান্না। মাঠেই কান্নায় ভেঙে পড়া নেইমার কার্টে করে বেঞ্চ পর্যন্ত যাওয়ার পুরো সময়টা ভাসিয়েছেন চোখের জলে।
৩৩ বছর বয়সী এই তারকা হয়তো নিজেও ক্লান্ত। সতীর্থদের দেওয়া স্বান্তনাও থামাতে পারেনি চোখের জল। বাম পায়ের ঊরুর মাংসপেশির চোট যে এখন নেইমারের নিত্য সঙ্গী, ভয়েরও কারণ।
নেইমারের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এর আগে ক্যাম্পেওনাতো পাওলিস্তা ম্যাচে চোট পেয়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। এই চোটের কারণে গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মিস করেছেন। দীর্ঘ অপেক্ষার পর গত ১৩ এপ্রিল ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। মিনেইরোর বিপক্ষে ছিলেন শুরুর একাদশে। কিন্তু, শেষ আর করতে পারলেন কই!