বাফুফের সভা, ফুটসালের যুগে প্রবেশ করছে বাংলাদেশ

বিশ্বব্যাপী ফুটসালের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ফুটবলের সংক্ষিপ্ত এই সংস্করণের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। তবে, আন্তর্জাতিক অঙ্গনে ছিল না অংশগ্রহণ। এবার সেই অপূর্ণতা ঘুচতে চলেছে। এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে প্রথমবারের মতো অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
রাজধানীর বাইরে জলসিড়িতে আজ শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সভা। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন ফুটসালে অংশগ্রহণের বিষয়টি।
ফাহাদ করিম বলেন, ‘এএফসি ফুটসাল-২০২৬ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। সেটার কোয়ালিফার্স হবে এই বছরের সেপ্টেম্বরে। এএফসির সদস্য হিসেবে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, আমরা অংশ নেব কি না। ফুটসাল গ্লোবালি ফিফার টপ প্রায়োরিটিতে আছে। এ কারণে আমাদের সভাপতি তাবিথ আউয়ালসহ সব কার্যনির্বাহী সদস্যরা ফুটসালকে প্রায়োরিটি দিচ্ছি। আমাদের সভাপতি আজ জানতে চেয়েছেন, আমরা সেখানে অংশ নেব কি না? সবাই সম্মিলিতভাবে বলেছি, অংশগ্রহণ করব। প্রথমবারের মতো এএফসি ফুটসালের কোয়ালিফারে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশ খেলবে।’
ফুটসালের জন্য আলাদা কমিটি করা হয়েছে বাফুফের পক্ষ থেকে। ইমরানুর রহমানকে প্রধান করে সম্প্রতি বাফুফে প্রকাশ করেছে ফুটসাল কমিটি। রাজধানী ঢাকায় ফুটসাল আয়োজন ও খেলার সঙ্গে জড়িত বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্তাদের নিয়ে হয়েছে কমিটি। মূলত, ছোট পরিসরের ফুটবলকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। চাচ্ছে এই সংস্করণের জাগরণ ঘটাতে।