আইপিএলের পর শুরু হচ্ছে পিএসএলও

অভিন্ন কারণে মাঝপথে বন্ধ হয়েছিল আইপিএল ও পিএসএল। আইপিএলের বাকি অংশের খেলা শুরু করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একদিন পর আজ মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে শুরু হচ্ছে পিএসএলও।
পাকিস্তান সুপার লিগের বাকি থাকা অংশের খেলা শুরু হবে আগামী ১৭ মে থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। পিসিবি সভাপতি মহসিন নাকভি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন বিষয়টি।
৬ দলের পিএসএলে বাকি রয়েছে আরও ৮টি ম্যাচ। লিগ পর্বের বাকি চার ম্যাচ এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের ম্যাচগুলো মাঠে গড়ানোর অপেক্ষায়। শুরু-শেষের তারিখ জানালেও সূচি প্রকাশ করেনি পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে সূচির ব্যাপারটি জানানো হবে। পিসিবি আশা করছে, বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবেন। বাকি ম্যাচগুলোর ভেন্যু হিসেবে প্রাথমিক পরিকল্পনায় আছে রাওয়ালপিন্ডি।
ভারত-পাকিস্তান হামলার কারণে নিরাপত্তা ইস্যুতে গত ৯ মে পিএসএল পাকিস্তান থেকে আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এছাড়া, নিরাপত্তাহীনতায় দ্রুত পাকিস্তান ছাড়েন বিদেশি ক্রিকেটাররা।