সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামছে বাংলাদেশ

তৃতীয় ম্যাচটি হতে পারত নিয়মরক্ষার। সিরিজ জিতে বাংলাদেশ মাঠে নামত সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে। কিন্তু, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ে বাংলাদেশকে হারিয়েছে আরব আমিরাত। উল্টে গেছে পাশার দান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি তাই হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল।
এমন অবস্থায় আগামীকাল বুধবার (২১ মে) সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ ছিল দুই ম্যাচের। গতকাল সিরিজে বেড়েছে এক ম্যাচ। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল ২৭ রানে। ঘুরে দাঁড়িয়ে আরব আমিরাত দ্বিতীয় ম্যাচে তুলে নেয় ২ উইকেটের জয়। স্বাগতিকদের সামনে তৈরি হয়েছে বাংলাদেশকে সিরিজ হারানোর সম্ভাবনা। আর লিটন-শান্তদের জন্য এটি যতটা সিরিজ জয়ের, তারচেয়ে বেশি মান বাঁচানোর।
দ্বিতীয় ম্যাচে হারের পর গতকাল বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছিলেন, ‘প্রতিটি হারই কঠিন। আমরা ভালো ব্যাট করেছি। ব্যাটিংয়ের জন্য এটি দারুণ উইকেট ছিল। কিন্তু, মাঝের ওভারগুলোতে আমাদের বোলিং ও ফিল্ডিংয়ে ভুল হয়েছে। হয়তো ভালো করতে পারিনি, কিন্তু আমরা ফিরে আসার চেষ্টা করছি।’
শেষ ম্যাচে ফিরে আসার বিকল্প নেই। দেশের ক্রিকেট নিয়ে এমনিতেই চলছে আলোচনা-সমালোচনা। তার ওপর আরব আমিরাতের কাছে সিরিজ হার মেনে নিতে কষ্ট হওয়ার কথা ক্রিকেট ভক্তদের। তবে, প্রত্যাবর্তন সহজ হবে না বাংলাদেশের জন্য। স্বাগতিকরা জানিয়ে রেখেছে, তারাও দেখছে সিরিজ জয়ের স্বপ্ন।
বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।