কয়টি ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাদে আর কোনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে হতো না বাংলাদেশে। ক্রিকেটারদের অনেকদিন ধরেই চাওয়া ছিল আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। পূরণ হয়েছে ক্রিকেটারদের সেই আশা। গত বছর প্রথমবার আয়োজন করা হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি। বিসিবির স্বল্প সময়ের আয়োজন বেশ প্রশংসা কুড়িয়েছিল দর্শক-সমর্থকদের। সেখানে পারফরম্যান্স করে বিপিএলেও সুযোগ পেয়েছিলেন কয়েকজন ক্রিকেটার।
ক্রিকেটারদের চাওয়া ছিল নিয়মিত মাঠে গড়াক এই টুর্নামেন্ট। সেই আশাও পূরণ হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে আয়োজন হতে পারে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে দেখা যেতে পরে বেশকিছু নতুনত্ব। একাধিক মাঠে হবে এবারের আসর।
রোববার (২৭ জুলাই) এনসিএল টি-টোয়েন্টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। সেখানেই তিনি জানিয়েছেন, তিনটি ভেন্যুতে হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
নান্নু বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’
কোন কোন ভেন্যুতে আয়োজন হতে পারে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর, সেটির একটি ধারণা পাওয়া গেছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের কথায়। তিনি জানিয়েছেন, এনসিএল টি-টোয়েন্টির জন্য চারটি ভেন্যু প্রস্তুত আছে। এই চার ভেন্যু হচ্ছে- রাজশাহী, সিলেট, বগুড়া ও খুলনা।
গত বছর প্রথমবার আয়োজিত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৮টি বিভাগের ৮টি দল। এবারও ৮টি বিভাগের ৮টি দলই থাকছে। এবার বিপিএল ড্রাফটের আগে এই টুর্নামেন্ট হওয়ায় ক্রিকেটারদের জন্য প্রস্তুতির ভালো সুযোগ থাকছে। সেই সঙ্গে এখানে ভালো করলে সুযোগ থাকবে বিপিএলে সুযোগ পাওয়ার।