ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো ‘ডিম-দুধ’

বর্তমান সময়ে ম্যাচ সেরা পুরস্কার বলতে সাধারণত ছোট কোনো ট্রফি বা ক্রেস্টের সঙ্গে আর্থিক পুরস্কার হিসেবে চেক দেওয়া হয়ে থাকে। কিন্ত নরওয়েতে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা। ম্যাচসেরার পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে ডিম, দুধ ও ওটস।
ঘটনাটি ঘটেছে ব্রাইন এফসির সঙ্গে ভাইকিংস এফসির একটি ফ্রেন্ডলি ম্যাচে। ম্যাচটিতে ৩-১ গোলে হেরেছে ব্রাইন এফসি। আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে হারার পরও ক্লাবটি তাদের দলের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেছে।
ক্লাবটির ২১ বছর বয়সী লেফটব্যাক লাসে কভিগস্তাদ দলের একমাত্র গোলটি করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে একটি টেবিলে সাজানো ৪০ প্যাকেট ওটমিল, ১০০টি ডিম ও ২০ লিটার দুধ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্লাবের পেজে ছবিসহ একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভাইকিংয়ের বিপক্ষে একটি গোল করে লাসে কভিগস্তাদ ব্রাইনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। ম্যাচ শেষে পুরস্কার হিসেবে তিনি নিজের বসায় নিয়ে যান একটি দৃষ্টিনন্দন রান্নাঘরের টেবিল, যেটি ৪০ প্যাকেট ওটস, ১০০টি ডিম ও ২০ লিটার দুধ দিয়ে সাজানো ছিল।’
ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি। একজন মন্তব্য করেছেন, ‘নরওয়েতে বর্তমানে দামের কথা চিন্তা করলে আমি যে কোনো দিন এমন পুরস্কার নিতে রাজি আছি।’
আরেকজন বলেছেন ‘এতে অবশ্যই ঘরের বাজারের খরচে কিছুটা সাশ্রয় হবে।’
আরেকজন তো বলেই বসলেন, ‘সত্যি বলতে স্পনসরের লোগো লাগানো প্লাস্টিকের পাইপের চেয়ে এটা অনেক ভালো পুরস্কার।’
ব্যাপারটা অদ্ভুতে ঠেকলেও আদতে ফেলে দেওয়ার মতো নয়। জড় বস্তুর চেয়ে এমন কিছু দেওয়াই তো ভালো, যা ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ।