শান্তর অধিনায়কত্বের প্রশংসা করলেন নাইম

শ্রীলঙ্কা সিরিজের পর আচমকা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই নেতৃত্বে আসেন তিনি। গত বছরের শেষদিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর এবছর শ্রীলঙ্কা সিরিজের আগে হঠাৎ করেই তাকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা হয়। অনেকটা অভিমান করেই টেস্টের নেতৃত্ব ছাড়েন তিনি। তবে অধিনায়ক শান্তর বেশ প্রশংসা করছেন নাইম হাসান। অধিনায়ক হিসেবে শান্ত খুব ভালো ছিল বলেই জানান বাংলাদেশের এই স্পিনার।
শান্তর অধীনে টেস্ট খেলায় তার অধিনায়কত্বটা কাছে থেকে দেখার সুযোগ হয় নাইমের। সেখান থেকে শান্তকে বেশ দায়িত্বশীল ও চিন্তশীল হিসেবে তুলে ধরেছেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাইম বলেন, ‘উনি (শান্ত) অনেক ভালো অধিনায়ক। খেলা নিয়ে অনেক চিন্তা করেন। অধিনায়কত্ব কিন্তু সহজ কাজ না। আমি একজন খেলোয়াড় হয়ে কেবল দলে নিজের ভূমিকা নিয়ে ভাবি। কিন্তু অধিনায়কের পুরো দল, কন্ডিশন, প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করতে হয়।’
শান্তর মানসিক চাপ সামাল দেওয়ার দক্ষতাও বেশ ভালো বলে জানিয়েছেন নাইম। এই ব্যাপারে তিনি বলেন, ‘অধিনায়কত্ব অনেক কঠিন ব্যাপার। কিন্তু উনি অনেক ভালোভাবে তা হ্যান্ডেল করেছেন। সবাইকে একসাথে রেখেছেন। বাংলাদেশ উনার অধীনে অনেকগুলো ম্যাচ জিতেছে।’
টেস্টে অধিনায়ক ১৪ ম্যাচ খেলেছেন শান্ত। টেস্টে ন্যূনতম ১০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাতজন। তাদের মধ্যে শান্তর জয়ের হার সবচেয়ে বেশি (২৮.৫৭ শতাংশ)।
ওয়ানডেতে তার অধীনে ১৩ ম্যাচ খেলে টাইগাররা জিতেছে ৪টি ম্যাচ। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫১.২৭ গড়ে ৫৬৪ রান করেছেন তিনি।
টি–টোয়েন্টিতে তার নেতৃত্বে বাংলাদেশ ২৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ১০টিতে। বাঁহাতি এই ব্যাটার ২২ ইনিংসে ব্যাট করে ১৮.৭৬ গড়ে করেছেন ৩৯৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে ব্যাট হাতে ততটা উজ্জ্বল ছিলেন না শান্ত।